কক্সবাজার জেলার টেকনাফ হতে ৩৯,০০০(উনচল্লিশ হাজার) পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা আটক।
প্রকাশন তারিখ
: 2017-12-28
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় গোয়েন্দা কাযালয়, চট্টগ্রাম এর একটি বিশেষ টিম ২৬/১২/২০১৭ তারিখ রাত ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন জাদীমুড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫,০০০(পয়ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ রশিদ্দউল্লাহ(৪৫) পিতা: বশির আহমেদ সাং-জাদীমুড়া রোহিঙ্গা ক্যাম্প, থানা: টেকনাফ, কক্সবাজার নামীয় একজন রোহিঙ্গাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ইয়াবা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত কাজ অব্যাহত রয়েছে।
২৭ ডিসেম্বর ২০১৭ তারিখে অপর এক অভিযানে ৪০০০(চার হাজার) পিস ইয়াবাসহ ফরিদ আলম(২৬), পিতা-নুর আলম, সাং-নয়াপার, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ওসমান গনি ওরফে কালু(২৭), পিতা-আলী হোসেন সাং-নয়াপার, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।