১০০০০ পিস ইয়াবাসহ ০২ জন আটক : ২৮/১২/২০১৮ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর চট্টগ্রাম মেট্রো: উপ-অঞ্চল বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ এলাকায় অভিযান করে ১। নুরতাজ (২৮) ও ২। মোস্তফা কামাল (১৯) নামে দুই জন মাদক চোরাকারবারীকে মোট ১০,০০০(দশ হাজার) পিস ইয়াবাসহ আটক করে। তপন কান্তি, পরিদর্শক, পাচলাইশ সার্কেল বাদি হয়ে তাদের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।